বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে আগামী শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিল করবে ১২ দলীয় জোট।
ওইদিন বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিলে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
অপরদিকে, আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পৃথক গণমিছিল কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।