ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন ঢাকার এবং ৩ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩১৩ জন। একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৬৪ রোগী। এর আগে গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছিল।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর হাসপাতালগুলোতে নতুন করে ১ হাজার ৭৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৮৬ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬ হাজার ৭৩২ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৩৪৭ জন রোগী। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৭২ জন।
এ বছর এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।
এদিকে সিটি করপোরেশন বলছে, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। মশক নিধন অভিযানে কোনো ধরনের বাধা না দিতেও আহ্বান তাদের।
এডিস নিধনে ব্যাকটেরিয়া প্রয়োগ করবে ডিএনসিসি এডিস নিধনে ব্যাকটেরিয়া প্রয়োগ করবে ডিএনসিসি।