আকিজ মটরস’র ৩ দিন ব্যাপী গাড়ী প্রদর্শনী মেলার উদ্বোধন।
মেসার্স ওমর ফারুক অটোজ এন্ড ইলেকট্রনিক্স এর প্রপাইটার অনুমোদিত ও আকিজ মটরস,রাজশাহী এর ডিলার আলহাজ্ব মসিদুল হক এর সার্বিক সহযোগিতায় আকিজ মটরস এর ৩ দিনব্যাপী গাড়ী প্রদর্শনীর মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার(১১ মার্চ) বিকেল ৫ টায় নগরীর নওদা পাড়া আমচত্বর এর পাশে বাংলাদেশ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর পূর্ব পার্শ্বে উদ্বোধক আকিজ মটরস এর বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর মো: সাইফুল আলম ও প্রধান অতিথি নাবিল গ্রুপের চিফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার মো: মামুনুর রশিদ ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অন্যান্য উন্নত গাড়ীর সেবার মতো আকিজ মটরস ও রাজশাহীতে তাদের উন্নত গাড়ী দিয়ে সর্বচ্চ সেবা আমাদের দিবেন। আশা করছি শান্তিপ্রিয় রাজশাহীর মানুষের মধ্যে এক বিশাল জায়গা করে নিবে আকিজ মটরস।
উদ্বোধনের আলোচনা সভায় আকিজ মটরস এর ম্যানেজার সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও শাহমখদম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ট্রাক- ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ফরিদ আলী, আকিজ মটরস এর উর্ধতম কর্মকর্তারা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি।
উক্ত অনুষ্ঠানে আকিজ মটরস এর উর্ধতম কর্মকর্তারা জানান, ৩ দিন ব্যাপী মেলাতে আকিজ মটরস এর বিভিন্ন মডেলের গাড়ী ও ইলেকট্রিক মটর সাইকেল প্রদর্শন করা হবে। মেলাটি সকাল ৯ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত চলবে। উক্ত মেলায় তারা তাদের গাড়ি প্রদর্শনসহ গাড়ীর মডেলের গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত সকলকে প্রতিটি গাড়ীর মডেল সম্পর্কে ধারণা প্রদান করেন।
উদ্বোধন অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারা দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।