বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন সাব্বির-সাইফউদ্দিন, ফিরছেন দুই তারকা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, অন্তত দুটি পরিবর্তন করবে বাংলাদেশ। সাব্বির রহমানের বিশ্বকাপ দলে থাকার কোনও সুযোগই নেই। তার পরিবর্তে সৌম্য সরকারকে বেছে নেওয়া হচ্ছে। এছাড়া বাদ পড়ছেন সাইফউদ্দিন। তার জায়গায় শরিফুল ইসলামকে নেওয়া হচ্ছে। যদি এ বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানায়নি বিসিবি তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে সুযোগ পাচ্ছেন সৌম্য এবং শরিফুল।
এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের পর এবার বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ মিনহাজুল আবেদীন নান্নু। মিরপুরে আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসতে পারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত। দুবাই অনুষ্ঠিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং নিউজিল্যান্ডের ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের নানা পরীক্ষা নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট।
যেখানে টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারকে। কিন্তু ছয় ম্যাচের মধ্যে কোন ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি এই চার ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজ দুবাইয়ে একটি ম্যাচ ভালো খেললো নিউজিল্যান্ডে ব্যর্থ হয়েছেন তিনি।
অন্যদিকে নাজমুল হাসান শান্ত তিন ম্যাচের মধ্যে কোন ম্যাচেই আলো ছড়াতে পারিনি। যে কারণে নতুন করে আবারো চিন্তা ভাবনা করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেও আগামী ১৮ অক্টোবরের মধ্যে দল পরিবর্তন করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেটা ইঙ্গিত আগে দিয়েছিলেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।
এবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নানু জানিয়েছেন, “এখানো আলোচনা হচ্ছে। আমরা আপনাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মাঝে হয়তো কিছু একটা জানিয়ে দিতে পারবো। আশা করছি যে দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে।”।
তিনি আরও বলেন, “ত্রিদেশীয় সিরিজে একটা জিনিস ভালো লেগেছে, দলের অ্যাপ্রোচ। এটা যেন ধারাবাহিক থাকে, দল হেরেছে কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু বেরিয়ে যেত যেকোনো একটা ম্যাচ তাহলে পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেত। প্র্যাক্টিস ম্যাচে যদি এই অ্যাপ্রোচ ঠিক থাকে, আশা করি এখানে ভালো কিছু হবে এবং বিশ্বকাপের শুরু থেকে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।”