রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরেঃ গভর্নর। আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল! জাতীয় দলের ক্রিকেটারদের ইংরেজিতে দক্ষতা উন্নয়নে সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি এর চুক্তি। সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার। অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে নাঃ মির্জা ফখরুল। মানুষ আর ভারতের মিথ্যা গুজব ও দাদাগিরি পছন্দ করে নাঃ আজহারী। আ.লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড। কালিগঞ্জে জাতীয় পর্যায়ে ২০২৩ সালের শাপলা কাপ অ্যাওয়ার্ড পরীক্ষা চলমান। ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামে যুবদল নেতা নিহত।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দোভাষী কর্মকর্তার বিরুদ্ধে আদালতে  মামলা।

লাবলু বিশ্বাস ঈশ্বরদী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দোভাষী কর্মকর্তার বিরুদ্ধে আদালতে  মামলা ।
ঈশ্বরদী রূপপুর পারমাণবিক কেন্দ্রে রোস এনারগো এটম নামে একটি রাশিয়ান কোম্পানীতে দোভাষী হিসেবে কর্মরত এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারনা ও অর্থ আত্নস্বাতের অভিযোগে আদালতে  মামলা দায়ের
মোঃ- রন্জু নামে এক ব্যক্তি গত ২৬ সেপ্টেম্বর পাবনা সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই  মামলা দায়ের করেন। যার নম্বর ৫৬৮/২০২২(ঈশ্বরদী)
মামলার বিবরনে জানা যায় রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের “রোস এনারগো এটম” নামে একটি রাশিয়ান কোম্পানিতে দোভাষী কর্মকর্তা হিসেবে কর্মরত ময়মনসিংহ জেলার গফরগাও থানাধীন তেরশ্রী গ্রামের মোঃ- হরমুজ আলীর ছেলে মোঃ- হামিদুল ইসলাম উক্ত পারমানবিক বিদ্যুত কেন্দ্রে মালামাল বহন ও খালাসের পরিবহন ব্যবসায় নিযুক্ত করার কথা বলে পাবনা সদর উপজেলার মীর্জাপুর গ্রামের কিতাব আলীর ছেলে মোঃ- রন্জুর কাছ থেকে সিকিউরিটি মানি হিসেবে চলতি বছর ২ ফেব্রুয়ারি ১০ লাখ টাকা গ্রহণ করে। টাকা নেয়ার সময় মোঃ- রন্জুকে নন জুডিসিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র সম্পাদন করে দেয় মোঃ- হামিদুল ইসলাম। চুক্তির শর্ত মোতাবেক তিন মাসের মধ্যে রন্জুকে পরিবহণ ব্যবসায় সম্পৃক্ত করার কথা।
কিন্তু দীর্ঘ ৭ মাস অতিবাহিত হলেও রন্জুকে পরিবহন ব্যবসা ও টাকা ফেরৎ কোনটাই না দেয়ায় অবশেষে আদালতের স্মরণাপন্ন হয় ভুক্তভোগী মোঃ রন্জু।
এলাকাবাসী সুত্রে জানা যায় দোভাষী হওয়ার কারণে  রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের সাথে হামিদুল ইসলামের অবাধ মেলা মেশা এবং সখ্যতা রয়েছে। সে নিজেকে কখনো পারমানবিক বিদ্যুত কেন্দ্রের কর্মকর্তা এবং কখনো “রোস এনারগো এটম ” কোম্পানীর কর্মকর্তা বলে পরিচয় দেয়।
এলাকাবাসী আরও জানান পারমানবিক বিদ্যুত কেন্দ্রে চাকরি দেয়ার নামে কয়েক জন দোভাষীকে সাথে নিয়ে মোঃ- হামিদুল ইসলাম নিয়োগ বানিজ্যের একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। ঈশরদীর জয়নগর, কুষ্টিয়ার তেরঘরিয়া ও পাবনা শহরে তাদের তিনটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব প্রশিক্ষণ কেন্দ্রের শত শত প্রশিক্ষণার্থীর কাছ থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে  চাকরি দেয়া এবং  ব্যবসার সুযোগ সৃষ্টি করে দেয়ার নামে এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মোঃ হামিদুল ইসলাম ও তার সিন্ডিকেটের সদস্যরা। তাদের প্রতারণার ফাঁদে পড়ে নি:স্ব ও দিশেহারা ভুক্তভোগীরা।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102