নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অভিযানে ব্রিটেনের তৈরি রাইফেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যাংগার বিল এলাকায় ১১ বিজিবি এর অভিযানে ০৩টি অবৈধ অস্ত্র এবং ০১টি ব্যারেল উদ্ধার করা হয়েছে। ২৪ জুলাই রবিবার সাড়ে ১২ টার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম রেজার নির্দেশনায় ১১ বিজিবির বিশেষ টহল দলের কমান্ডার ক্যাপ্টেন তানভীর আহমেদ নেতৃত্ব
গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যাংগার বিল এলাকায় রাবার বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় বিএসএ রাইফেল (তৈরি ব্রিটেন) ০১টি, বিদেশী রাইফেলের ব্যারেল ০১টি, SBBL ০১টি এবং দেশীয় তৈরী পিস্তল ০১টি মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এই ব্যাপারে ১১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম রেজা জানান সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।