সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক- সিতার আহমদ, সদস্য সচিব- মশাহিদ আহমদ।

মোঃ এমদাদ সুমন এহসান,মৌলভীবাজার প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক- সিতার আহমদ, সদস্য সচিব- মশাহিদ আহমদ।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ৬৬ সদস্য বিশিষ্ট
আহবায়ক কমিঠি গঠিত হয়েছে।

 

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি এড
স্বপন কুমার দেব এর সভাপতিত্বে গত ২৩ মে বিকাল ৪ ঘটিকায় শহরের দিল্লি
রেষ্টুরেন্ট এর হল রুমে মৌলভীবাজারে বিভিন্ন প্রিন্ট, অনলাইন একাধিক
মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের সর্বসম্মতিক্রমে দৈনিক প্রেজেন্ট টাইমস
পত্রিকার ষ্টাফ রির্পোটার সিতার আহমদকে আহবায়ক এবং দৈনিক আমাদের কন্ঠ ও
দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদকে
সদস্য সচিব করে ৬৬ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক
কমিটি গঠন করা হয়। যুগ্ন আহবায়ক এড স্বপন কুমার দেব (আমাদের নতুন সময়/
দৈনিক আওয়ার টাইম), জোসেফ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), মঈনুল হক
(সংবাদ সারাদেশ), অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক গণমুক্তি,কমলগঞ্জ)।
আহবায়ক কমিঠির অন্যান্য সদস্যরা হলেন- জাফর ইকবাল (দৈনিক ভোরের কাগজ/
দৈনিক জনতা), দুরুদ আহমেদ (দীপ্ত নিউজ), আব্দুল বাছিত খান (দৈনিক নতুন
দিন), আক্তার হোসেন সাগর (এনটিভি/ রাজনগর বার্তা), সাইদুল ইসলাম (দৈনিক
খবরপত্র), চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), গিয়াস আহমেদ (এমবি
নিউজ), সামসুল হক জুয়েল (লন্ডন টু মৌলভীবাজার), জ্যোতির্ময় চক্রবর্ত্তী
(দৈনিক রুপবানী), তিমির বণিক (দৈনিক পর্যবেক্ষন), আব্দুল মুকিত (জনতার
দলিল), মাসুদ আলম চয়ন (দৈনিক জনতার ইশতেহার), নাসরিন আক্তার প্রিয়া
(ডে-নাইট২৪/ দৈনিক বাংলাদেশ সমাচার), শাহ মোঃ ফজলুর রহমান (আলোকিত সকাল),
রিপন আহমদ (দৈনিক দিগন্ত), জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া), মোঃ
কিবরিয়া আহমেদ (বাংলা টাইমস এন্ড টিউন), ফাহাদ আহমদ (আজকের সিলেট),
শাহাবুদ্দিন (দেশ টিভি বাংলা), পলাশ দেব নাথ (আলোকিত সকাল), নিধু শর্মা
(দৈনিক গণকণ্ঠ), মোঃ ইমরাণ হোসেন (সংবাদ প্রতিদিন), জালালুর রহমান (দৈনিক
খবরপত্র), শাহজাহান মিয়া, রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা), মহসীন আহমদ
(দৈনিক ভোরের ডাক, (রাজনগর), গোবিন্দ মল্লিক (বায়ান্ন টিভি), মো:
আব্দুল্লাহ (পাতাকুড়ির দেশ), রাহেলা সিদ্দিকা, মোঃ শাকির আহমদ (দৈনিক
আমাদের কন্ঠ, শ্রীমঙ্গল), বিকাশ দাশ (প্রাইভেট ডিটেক্টিভ), কাজী মোঃ
রায়হান (দৈনিক বাংলাদেশ মিডিয়া), বাবুল আচার্য্য (সৃষ্টি টিভি), জনি
আহমদ, মোঃ সিফন মিয়া, কৃষ্ণা শর্মা দৈনিক অর্থনীতির কাগজ), সৈয়দ মো ঃ
সুহেব আলী (এসটিভি), তোফায়েল আহমদ রুমেল (স্বাধীন বাংলা টিভি), মোস্তাকিন
মিয়া (স্বাধীন বাংলা টিভি), হাফিজুর রহমান দৈনিক ধ্রæববানী), মোঃ
এমদাদুলহক (দৈনিক সময়ের বাংলাদেশ), মোঃ রাসেল (দৈনিক ঢাকার ডাক), মিনহাজ
আহমদ মুন্না (মৌলভীবাজার এক্সপ্রেস), মোঃ সরোয়ার খান (নিউজ আর্গান২৪.কম),
সেজিম মিয়া (সিলেটি মিডিয়া), মোঃ সুমন আহমদ (দৈনিক নবরাজ), সুদীপ কৈরী
(দৈনিক সমাচার), মোঃ আলাল আহমদ (দৈনিক খবরপত্র), সৈয়দ জুবের আলী (অনাবিল
সংবাদ),নাজমুন নাহার (দৈনিক জালালাবাদ, জুড়ী), এহসান আহমদ সুমন (দৈনিক
নতুন সময়), মোস্তাকিম আল মুনতাজ (টাইম টুইন ২৪.কম), খালেদ আহমদ (স্বাধীন
বাংলা টিভি), মারুফ আহমদ (দৈনিক বসুন্ধরা), এসএ চৌধুরী জয় (দৈনিক আমার
সংবাদ), আলীম আল মুনিম (জালালাবাদ ২৪.কম/ (দৈনিক গণমুক্তি,রাজনগর) ও রূপক
দত্ত চৌধুরী ( দৈনিক তৃতীয় মাত্রা)। উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ৬ জুলাই
ঢাকায় অনলাইন সাংবাদিকদের এক সভায় মোস্তফা জব্বারকে আহ্বায়ক ও শামসুল আলম
স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব এর আত্মপ্রকাশ হয়। এরই
ধারাবাহিকতায় একই ভাবে ১৯ জুলাই- ২০১৪ইং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব
গঠন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102