মিজান’স নেটওয়ার্ক বাংলাদেশের ১ম বাৎসরিক সম্মেলন২০২১ পালন।
মিজান’স নেটওয়ার্ক বাংলাদেশের ১ম বাৎসরিক সম্মেলন ২০২১ পালন করেছে তাদের সদস্যরা।
মিজান’স নেটওয়ার্ক বাংলাদেশের ১ম বাৎসরিক সম্মেলনে ২০২১ আয়োজন করা হয় শুক্রবার দুপুর ১২ঃ০০টায়,উত্তরার ৯ নং সেক্টরে ব্রকলি রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে।এ সময় জুম্মার নামাজের বিরতি দেওয়া হয়।
পুনরায় দুপুর ২ঃ০০ টা থেকে আবার তাদের কার্যক্রম শুরু করে।প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত এবং পরে তাদের পরিচয় পর্ব ও সৌজন্যমুলক বক্তব্য দেন।
বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন সদস্য তাদের মনের আবেগ তুলে ধরেন।এতে বলা হয় মিজান’স নেটওয়ার্ক বাংলাদেশ এর আওতায় সকল সদস্য সেচ্ছাসেবক হিসাবে কাজ করবে।কারো রক্তের দরকার হলে সেটা যেন তারা যোগাড় করতে পারে সেই বিষয় তারা অঙ্গীকারবদ্ধ।শুধু তাই নয় এই সদস্যদের কারোর আত্মীয় স্বজনরা কেহ বেকার থাকলে তারা তাদের চাকুরির সুযোগ করে দেওয়ার কথাও বলেছেন।
আবার কেহ বলেছেন মানবকল্যানমুলক কাজের মাধ্যমে সারা পৃথিবী তারা জয় করবে।
তবে মিজান’স নেটওয়ার্ক বাংলাদেশ এর মুল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছেঃ
১.বাংলাদেশ সহ বিশ্বের সকল মিজানদের একত্রিত করা।
২.সামাজিক ও জনকল্যান কাজে ৬৪ জেলায় মিজানরা নেতৃত্ব দেবে।
৩.সময় সাপেক্ষে ইউনিক আইডিয়া নিয়ে বিজনেস করা।
এছাড়াও সেখানে দুপুরের খাবার,কেক কাটা,লটারির মাধ্যমে বিজয়ীদের পুরষ্কার বিতরণ সহ সকলকে ছবি সহ ক্রেষ্ট প্রদান করা হয়।