পটুয়াখালী মার্কেন্টাইল ব্যাংকের সহযোগীতায় প্রেসক্লাবের খাদ্য উপহার বিতরণ।
মিজানুর রহমান অপু,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলমের সহযোগীতায় ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ করেছে পটুয়াখালী প্রেসক্লাব।
আজ ৩ আগষ্ট বেলা ১১ টায় পটুয়াখালী সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে ২৫০ টি দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে এই খাদ্য উপহার বিতরণ করে পটুয়াখালী প্রেসক্লাব।
সিএসআর এর বিশেষ কর্মসূচীর আওতায় এই খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় উক্ত আয়োজনে উপস্থিত থেকে অসহায় দুস্থ পরিবারগুলোর মাঝে খাদ্য উপহার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর,পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ্,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান খান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন,করোনা মহামারীর এই দুঃসময়ে আমাদের এই সমাজে যারা বিত্তবান তাদের নিম্নবিত্ত পরিবারের পাশে থাকার জন্য আহবান জানাই। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুত আমরা এই সংকটময় সময় অতিক্রম করে উঠতে পারবো।