মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল। চিতলমারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, স্থানীয়দের মিষ্টি বিতরণ। আজ পুরান ঢাকার আকাশজুড়ে বসবে ঘুড়ির মেলা। বিএনপি চেয়ারপার্সনের সব রিপোর্ট পাওয়া যাবে শুক্রবারের মধ্যেঃ ডা. জাহিদ। ফুল চুরি করে ইসকন মন্দিরে পূজা, শাস্তি পেলেন বাকৃবির তিন শিক্ষার্থী। বেড়েছে শীতের তীব্রতা, পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। মেলার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব,যুবদল নেতা খুন। রামপাল কলেজে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। প্রেসিডেন্ট পদে ফিরছেন ট্রাম্প, ভারতীয়দের জন্য সংকেত খারাপ। রামপালে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।

লুডু খেলায় বাধা দেয়ায় ফাঁস দিল স্কুলছাত্রী।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

লুডু খেলায় বাধা দেয়ায় ফাঁস দিল স্কুলছাত্রী।

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে লুডু খেলায় বাধা দেয়ায় মায়ের ওপর অভিমান করে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত নুসরাত জাহান মুনিয়া (১৬) উপজেলার বীজবাগ ইউনিয়নের হাট পুকুরিয়া গ্রামের রহিমবক্স মুন্সী বাড়ির প্রবাসী ইকবাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামের রহিমবক্স মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান,  সোমবার বিকেলের দিকে মুনিয়াকে তাঁর মা লুডু খেলায় বাধা দিয়ে বকাঝকা করে। এ ঘটনার জের ধরে সে একই দিন সন্ধ্যার দিকে পরিবারে সদস্যদের অজান্তে বসত ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবাবের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি বাতেন বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পরবর্তীতে নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102