রূপগঞ্জে কুখ্যাত ডাকাত কাউসার ও রাকিব গ্রেফতার।
নারায়ণ সরকার, রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুখ্যাত ডাকাত কাউসার ও রাকিবকে গ্রেফতার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ । কাউসার ও রাকিব উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার মাদক ব্যবসায়ী হারুনের ছেলে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউসারের নিজ বাড়ি থেকে প্রথমে কাউসারের ছোট ভাই রাকিবকে গ্রেফতার করে। পরে রাকিবকে আটকের খবর পেয়ে একাধিক মামলার আসামী কুখ্যাত কাউসার এসে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। এর পর প্রথমে পুলিশ ইন্সপেক্টর নাজিম উদ্দীন মজুমদারের মাথায় কোপ দিলে সে কৌশলে মাথা সরিয়ে ফেলে। পরে এসআই কবির ও কনস্টেবলকেও চাপাটি দিয়ে কোপ দেয়। অল্পের জন্যে আজ বেঁচে যায় ভূলতা ফাঁড়ির পুলিশ সদস্যরা। পুলিশের উপর হামলার খবর পেয়ে একাধিক পুলিশ উপস্থিত হয় এবং কাউসারকেও গ্রেফতার করেন। আটককৃত কাউসার ও রাকিবকে রূপগঞ্জ থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় নাজিম উদ্দীন মজুমদার বলেন গ্রেফতারকৃত কাউসার ও রাকিবের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।