সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা।

নোয়াখালী প্রেসক্লাবে দৈনিক গনকন্ঠ সম্পাদক এবং টেলিলিংক গ্রুপের ও Fbcci এর চেয়ারম্যান  মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু করোনা সুরক্ষা বিতরনী অনুষ্ঠানে।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
নোয়াখালী প্রেসক্লাবে দৈনিক গনকন্ঠ সম্পাদক এবং টেলিলিংক গ্রুপের ও Fbcci এর চেয়ারম্যান  মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু করোনা সুরক্ষা বিতরনী অনুষ্ঠানে।
জাকির সিকদার,প্রতিনিধিঃ
সাহসী সাংবাদিকদের কারণেই সমাজ বদলে যায়। আপনারা নির্ভয়ে সমাজের অসঙ্গতি তুলে ধরবেন বলে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী উপহার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন জিটু আরো বলেন,সাংবাদিকতার থেকে বড় কোনো শক্তি নেই। করোনাকারীন সময় সম্মুখ যোদ্ধা হিসেবে তাদেন অবদান অনস্বীকার্য। করোনা পরিস্থিতিতে মাস্ক পরা, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলাসহ জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। আমাদের এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসচেনতা সৃষ্টি। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনা সংক্রমণ অনেকাংশে কমে আসবে। তাহলে লকডাউনের মতো অবস্থায় আমাদের যেতে হয় না।  করোনা সংক্রমণ ঠেকানোর লড়াইয়ে এবার যোগ দিচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। দেশজুড়ে এক কোটি মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।
নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদারের সভাপতিত্বে ও “নৈতিক নতুন দিন”এর জেলা প্রতিনিধি এ আর আজাদ সোহেলের সঞ্চলনায়,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু,”বাংলাদেশ প্রতিদিন” এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ,”দৈনিক দিশারী”সম্পাদক আকাশ মোঃ জসিম,”সচিত্র নোয়াখালী”সম্পাদক আমিরুল ইসলাম হারুন,”জনজমিন সম্পাদক”এডঃ হুমায়ুন কবির,”চলতি ধারা”সম্পাদক এমডি আলম,”এশিয়ান টিভি” জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক,”বিজয় টিভি” জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল,সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল ভূঁইয়াসহ আরো অনেকে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102