ঘুষ দুর্নীতি পরিহার করে সততার নীতি গ্রহণে উদ্বুদ্ধকরণে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন- অতিরিক্ত আইজিপি
ঘুষ দুর্নীতি পরিহার করে সত্যবাদিতা ও সততার নীতি গ্রহণে মানুষকে উদ্বুদ্ধকরণের দিকে ইমাম সাহেবদের প্রতি আহবান জানিয়েছেন- অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
শনিবার (২১ ডিসেম্বর) ১১ টা থেকে দিনব্যাপী বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমাম মুয়াজ্জিনদের চাকরিস্থায়ী করণসহ সকল বিষয়ে বৈষম্যের নিরসনে অনুষ্ঠিত এ সভায় জেলার সকল উপজেলার প্রত্যন্ত এলাকার সাড়ে তিন হাজার ইমাম উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, আমাদের কোন মুরব্বি ধরতে হবে না, মহানবী (সঃ) ই আমাদের জন্য অনুসরনীয়। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রসুলল্লাহ’হি উসওযাতুন হাসানাহ। রসুলল্লাহ’র জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। তিনি বলেন খুটিনাটি বিষয়ে মতপার্থক্য এড়িয়ে মৌলিক বিষয়গুলোকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। প্রত্যেকের উপর অর্পিত আমানত গুলো সঠিকভাবে রক্ষা করতে হবে।
জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন খানের সভাপতিত্বে এবং মাওলানা মুহিব্বুল্লাহ আযাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তামিরুল মিল্লাত কামিল কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ ডিরেকটরস এর সদস্য ড. মাওলানা খলিলুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, জামায়াত নেতা এ্যাড. মাওলানা আব্দুল ওয়াদুদ, অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন , মাওলানা নুরুল হাসান, হাফেজ মোবারক হোসাইন, হাফেজ মাওলানা শাহজাহান, মাওলানা রুহুল আমিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এটি এম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, মাওরানা আমিরুল ইসলাম, জামায়াত ইসলামীর যুব নেতা মঞ্জুরুল হক রাহাত।
ইমাম মুয়াজ্জিনদের চাকরিস্থায়ী করণসহ সকল বিষয়ে বৈষম্যের নিরসনে অনুষ্ঠিত এ সভায় জেলার সকল উপজেলার প্রত্যন্ত এলাকার সাড়ে তিন হাজার ইমাম উপস্থিত ছিলেন।