ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, আমরা এখানে উচ্চশিক্ষা নিয়ে কথা বলতে এসেছি। তবে উচ্চশিক্ষার মান উন্নয়নের আগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কাজ করা জরুরি। প্রাথমিক ও মাধ্যমিক স্তর শক্তিশালী না হলে শুধুমাত্র উচ্চশিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষকের অভাব রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মানোন্নয়ন ছাড়া উচ্চশিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. আবুল কাশেম মিয়া।
ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, আমরা এখানে উচ্চশিক্ষা নিয়ে কথা বলতে এসেছি। তবে উচ্চশিক্ষার মান উন্নয়নের আগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কাজ করা জরুরি। প্রাথমিক ও মাধ্যমিক স্তর শক্তিশালী না হলে শুধুমাত্র উচ্চশিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরো বলেন, আমরা শুনি, ব্যাংকিং খাতের ক্ষতি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু আমি বলবো, শিক্ষাখাতের ক্ষতি সবচেয়ে বেশি। মানসম্মত শিক্ষক তৈরি এবং নিয়োগে আমাদের বড় ঘাটতি রয়েছে। শিক্ষার প্রতিটি স্তরেই মানসম্মত শিক্ষক দরকার।
বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ড. আবুল কাশেম বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এখনো বড় বৈষম্য রয়েছে। এটি বিশেষভাবে লক্ষ্য করা যায় পিএইচডি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির সুযোগের ক্ষেত্রে। আমার মতে, সরকারি বা বেসরকারি দেখে নয় বরং বিশ্ববিদ্যালয়ের মান বিচার করে এসব সুযোগ নিশ্চিত করা উচিত। এছাড়া দেশের বাইরে থেকে উচ্চশিক্ষা নিয়ে আসা ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার মতো সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। এতে শিক্ষকদের মান উন্নত হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈষম্য কমবে। আমাদের শিক্ষার্থীরা মেধাবী। তাদের শুধু সহযোগিতা এবং মানসম্মত পরিবেশ দিতে হবে। এর মাধ্যমেই শিক্ষার মান উন্নত করা সম্ভব।