পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ’র নেতাকর্মীরা। শুক্রবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগ’র শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন সরকারী মোজহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ সভাপতি আসাদুজ্জামান হিরন, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা ও ছাত্রলীগ নেতা রফিাতসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, আশিক তালুকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে একটি কুচক্রি মহল। এতে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা থেকে নিষ্পত্তি চেয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবী জানান।