২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল ২১২ জন মারা গিয়েছিল। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ হাজার ১৮৯ জন মারা গেছেন।
একই সময়ে দেশে করোনাভাইরাস আক্রান্ত আট হাজার ৭৭২ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ১০ লাখ নয় হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষা করে আরও আট হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।