সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

কালীগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র হলেন এস এম রবিন হোসেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

মোস্তফা সিকদারঃ দলীয় প্রতীক ও ইভিএম পদ্ধতিতে প্রথম গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। দলীয় নৌকা প্রতীক নিয়ে কালীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম রবিন হোসেন।

রবিবার রাতে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে গাজীপুর জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ এবং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারিজা নুর জানান, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম রবিন হোসেন ১৩ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মোঃ লুৎফুর রহমান ১০ হাজার ২২৫ ভোট পেয়েছেন। ৩ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এস এম রবিন হোসেন বেসরকারিভাবে কালীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ মৃধা ১ হাজার ২৯৭ ভোট ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোঃ চাঁন মিয়া ৫২৪ ভোট পেয়েছেন।

সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১নং ওয়ার্ডে আমিরুন নেছা জবা ফুল, ২নং ওয়ার্ডে নার্গিস বেগম আনারস ও ৩নং ওয়ার্ডে কান্তা আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোফাজ্জল হোসেন আকন্দ উটপাখি, ২নং ওয়ার্ডে আফসার হোসেন উটপাখি, ৩নং ওয়ার্ডে মোঃ আশরাফুজ্জামান পাঞ্জাবী, ৪নং ওয়ার্ডে বাদল মিয়া পানির বোতল, ৫নং ওয়ার্ডে আশরাফুল আলম পাঞ্জাবী, ৬নং ওয়ার্ডে আবদুস ছালাম উটপাখি, ৭নং ওয়ার্ডে নুরে আলম শেখ উটপাখি, ৮নং ওয়ার্ডে আমির হোসেন উটপাখি এবং ৯নং ওয়ার্ডে মোহাম্মদ সাখাওয়াত হোসেন উটপাখি প্রতীকে বেসরকারী ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

২৮ ফেব্রæয়ারী কালীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৭টি ভোট কেন্দ্রে মোট ১২০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৬ হাজার ৬৪০ জন ভোটারের মধ্যে ২৫ হাজার ৮৯০ জন ভোটার এই প্রথম ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রদান করেছেন। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে উৎসব মুুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102