আমতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার আমতলী রিপোটার্র্স ইউনিটি’র বার্ষিক সাধারণ সভা সমুদ্র সৈকত কুয়াকাটা হোটেল ক্যাসেল ড্রিম (ইন্টারন্যাশনাল) হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় খান মতিয়ার রহমান সভাপতি ও হায়াতুজ্জামান মিরাজকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
আমতলী রিপোটার্র্স ইউনিটি’র সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ইউনিটি’র সিনিয়র সদস্য মুনশী আনোয়ার ও অপর সদস্য মোঃ হানিফ মিয়া নিবার্চন পরিচালনা করেন। উপস্থিত সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ইউনিটি’র সিনিয়র সদস্য খান মতিয়ার রহমান (দৈনিক দেশ) সভাপতি ও হায়াতুজ্জামান মিরাজকে (দৈনিক কালের কণ্ঠ) সাধারণ সম্পাদক হিসেবে নিবার্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি- তালুকদার মোঃ কামাল (দৈনিক ইনকিলাব), সহ-সাধারণ- সম্পাদক অ্যাড. এম. ইসহাক বাচ্চু (দৈনিক সৈকত সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক- জিয়া উদ্দিন সিদ্দিকী (দৈনিক আমাদের নতুন সময়), তথ্য, প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোঃ সাইফুল্লাহ নাসির (দৈনিক দর্পন প্রতিদিন), দপ্তর সম্পাদক- মোঃ হানিফ মিয়া (দৈনিক আমাদের সময়), কার্যকরী সদস্য- মোঃ হারুন অর রশিদ (দৈনিক ভোরের কাগজ) ও মোঃ ইউছুফ আলী (দৈনিক নয়াদিগন্ত)। নিবার্চিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
ইউনিটি’র সাধারণ সদস্যরা হলেন মুনশী আনোয়ার (মুক্ত খবর), মোঃ শাহ্আলী (দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দীপ্ত টিভি), মোঃ আবি আবদুল্লাহ সুমন (দৈনিক স্বদেশ প্রতিদিন, পর্যবেক্ষণ), পারভেজ শাহরিয়ার (দৈনিক বাংলাদেশের খবর), শাহারিয়ার রুবেল (দৈনিক অধিকার), মোঃ জুলহাস মিয়া (বিজয় টিভি), মল্লিক মোঃ জামাল (দৈনিক জাগো জনতা) ও মোঃ মিজানুর রহমান নাদিম (দৈনিক সরেজমিন বার্তা)।