টি আই অশ্রু,পটুয়াখালী থেকেঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা শ্রীমন্ত নদীর উপর নির্মাণাধীন ব্রীজটি আজ রোজ শুক্রবার রাত আনুমানিক ৯:৩৫মিনিটের দিকে ভেঙ্গে পরে।
ঘটনাস্থল থেকে জানা যায়, ব্রীজটি আগে থেকেই ফাটল ছিল।এবং ব্রীজ টি ভেঙ্গে পরার আগ মুহূর্তে ইঞ্জিনিয়ার পরিদর্শন করতে যান,সেই সময়ই একটি অটো ও মোটরবাইক এবং পথচারী সহ ব্রীজটি পানিতে পরে যায়।ইঞ্জিনিয়ার সহ ১২ জনের মত সাতার কেটে কোন মতে বেচেঁ যান।এবং এই খবর প্রকাশের আগ পর্যন্ত একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।এবং উদ্ধারকৃত ব্যক্তি কলাগাছিয়া দাখিল মাদরাসার সুপার জনাব মাওলানা আব্দুল আইয়ূব আলী।
নিউজ লেখা পর্যন্ত এ খবর পাওয়া যায়।