আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীর পায়রা নদীতে অবৈধ জাল অপসারনে বিশেষ কম্বিং অপারেশন চালিয়েছেন আমতলী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর । বিশেষ কম্বিং অপারেশনে ৬ টি বেহুন্দি ৪ টি অন্যান্য জাল এবং ৩৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিশাত তামান্নার নেতৃত্বে পায়রা নদীতে অভিযান চালিয়ে ৬ টি বেহুন্দি ৪ টি অন্যান্য জাল এবং ৩৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন।
আমতলী উপজেলা মৎস্য বিভাগের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হালিমা সরদার মুঠোফেনে জানান, জব্দকৃত জাল নদী তীরে পুড়িয়ে ফেলা হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জগদিস চন্দ্র বসু, আমতলী থানা পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।