রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা উপলক্ষে শাখা ছাত্রদলের নানামুখী উদ্যোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর আসন্ন ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে হাবিপ্রবি শাখা ছাত্রদল।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে ১১ দফার কর্মপরিকল্পনা উত্থাপন করা হয়।

ছাত্রদলের পক্ষ থেকে উক্ত কর্মপরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল: স্পিড ব্রেকার রং করা, ছেলে ও মেয়েদের আবাসন ব্যবস্থা, ব্যাগ ও মোবাইল সুরক্ষা, অভিভাবকদের বসার সুবিধা, পানি ও স্যালাইন সরবরাহ, জরুরি ওষুধ সরবরাহ, জরুরি বাইক সার্ভিস, ট্রাফিক কন্ট্রোল, খাবারের মান ও দাম তদারকি, যানবাহনের ভাড়া মনিটরিং, মেসে আবাসনের সুব্যবস্থা নিশ্চিত করা এবং ক্যাম্পাস এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সার্বক্ষণিক সহায়তা প্রদান।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, ‘ভর্তি পরীক্ষায় প্রশাসন ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় কাজ করবে ছাত্রদল। আমরা ইতোমধ্যেই ছেলে ও মেয়েদের হলগুলোতে থাকার ব্যবস্থা করেছি। এ ছাড়াও তিন দিনব্যাপী স্টল রাখছি যাতে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা বসার সুবিধা পেতে পারেন। আমরা জরুরি ওষুধ এবং প্রয়োজনে বাইক সার্ভিসও প্রদান করব।’

উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১,৭৯৫টি আসনের বিপরীতে লড়বেন ৯৪,৩৭৫জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102