মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরা জেলার মহম্মদপুর থানার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামে দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক তারিকুল ইসলাম পলাশের বসত বাড়িতে রাতের আধারে এসে জীবনে মেরে ফেলার হুমকি দিয়েছে স্থানীয় একদল যুবক ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মন্ডল অসুস্থ থাকায়। আজ শুক্রবার নামাজ শেষে খালিয়া গ্রামের কৃতি সন্তান এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম তাকে দেখতে তার বাড়িতে যান।এবং আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে তার জন্য দোয়া করেন কাকা যেনো দ্রুত আরোগ্য লাভ করেন । এমন একটি শিরোনামে সংবাদ প্রকাশিত হবার পরে আজ ০৮ জানুয়ারি ২০২১ ইং তারিখ রোজ শুক্রবার রাত আনুমানিক ১০টার সময় স্থানীয় একদল সংঘ বদ্ধ যুবক সাংবাদিকের নিজ বারিতে গিয়ে বসত ঘরের ভেতরে প্রবেশ করে বিভিন্ন দেশীও অস্ত্র নিয়ে জীবনে মেরে ফেলার হুমকি দেন৷ এক পর্যায়ে সাংবাদিক তারিকুল ইসলাম পলাশ চিৎকার করলে তারা বসত বাড়ি ত্যাগ করে এবং বলে সাংবাদিকতা না ছারলে জীবনে মেরে ফেলবে৷
সাংবাদিক তারিকুল ইসলাম পলাশ বলেন , নিউজ প্রকাশ করার পরে আশরাফুল ইসলাম মানিক পিতা- রাজ্জাক মন্ডল (বিনোদপুর), সুমন মন্ডল পিতা- মৃত্যু উজির মন্ডল (বিনোদপুর), অনিমেশ সাহা, পিতা-সুকুমার সাহা (বিনোদপুর), নাজমুল পিতা-রুহুল মন্ডল, মন্ডল পাড়া, এরা চার জন সংঘ বন্ধ হয়ে আমার বারিতে এসে ঘরের ভেতরে ঢুকে সাংবাদিকতা না ছারলে জীবনের তরে মেরে লাশ নদীতে ভাসিয়ে দিবে মর্মে হুমকি প্রদান করে ।
আমি প্রশাসনের নিকট এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি