এইচ.এম.রফিকুল ইসলাম:পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ছোটবাইশদিয়া ইউপি কার্যালয়ে চেয়ারম্যনের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার বিকালে অফিস শেষে দরজা তালাবদ্ধ করে বাড়িতে চলে যাই। খুব সকালে পরিষদের দরজা খোলা ও ভিতরে এলোমেলো দেখে স্থানীয় লোকজন আমাকে জানায়। খবর পেয়ে এসে দেখি আমার অফিস কক্ষের ছিটকারি কাটা ও দরজা খোলা। অফিসের মধ্যের চেয়ার-টেবিল ভাঙ্গা। টেবিলের ড্রয়ারের মধ্যে চার লাখ টাকা ছিল।