গণঅধিকার পরিষদের (জিওপি) আসনভিত্তিক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ১০২ আসনে ১০৪ জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছিল। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনায় আরও দুই আসনে দুই জন মনোনয়ন দাখিল করেন। এতে মোট ১০৪ আসনে ১০৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
এর মধ্যে ১২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং একজনের বিষয়ে এখনো অমীমাংসিত থাকায় (ইসিতে আপিল করা হয়েছে) গণঅধিকার পরিষদ মোট ৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।