মো: রুবেল, বানারীপাড়া থেকেঃ বরিশালের বানারীপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা মো: সহিদুল ইসলাম সহিদ তার বাড়ির উঠানে এক মতবিনিময় সভা করেছেন। ৮ জানুয়ারি শুক্রবার আসর বাদ এ মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যাক্তিত্ব আলহাজ্ব কামাল এ কুদ্দুস হাজারি সভাপতিত্ব করেন।
বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়
বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও ৬ নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,বীর মুক্তিযোদ্ধা মোঃ সামাদ মোল্লা,ইউনিয়ন সমাজসেবা অফিসার নুর ইসলাম,ব্যবসায়ী সবুর মিয়া,বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ হাবিব খান প্রমুখ।
এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ সাইদুর রহমান,কম্পিউটার ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, এম এ লতিফ বহুমুখী মাদ্রাসার শিক্ষক মোঃ কবিরুল ইসলাম নাঈম, বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ হোসেন লিটু, আরও ছিলেন মোঃ মিল্টন মোঃ রফিকুল ইসলাম, মোঃ রিপন,মোঃ রুবেল প্রমুখ।
উল্লেখ্য সহিদুল ইসলাম সহিদ ৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজের জ্যেষ্ঠ সন্তান।
প্রার্থী সহিদুল ইসলাম বলেন আমি আপনাদের সন্তান আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের নিয়ে কাজ করবো।আমি নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডকে উন্নত সমৃদ্ধ আলোকিত ওয়ার্ডে রূপান্তর করবো।