এইচ এম রফিকুল ইসলামঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোঃ হোসেন হাওলাদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।
হোসেন হাওলাদার উপজেলার বাহের চর গ্রামের কামাল হাওলাদারের ছেলে। ৮ জানুয়ারী শুক্রবার দুপুরে রাঙ্গাবালী ইউনিয়নের কাজির হাওলা পশু হাসপাতালের পচ্চিম পাসে শুকুর দফাদার এর বাড়ির সামনে থেকে হোসেনকে আটক করা হয় ।
পুলিশ সূত্রে জানাযায়, মাদক বিক্রির জন্য রাঙ্গাবালীর কাজির হাওলা পশু হাসপাতালের পচ্চিম পাশে শুকুর দফাদার এর বাড়ির সামনে গিয়ে মাদক বিক্রি করলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেণ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় সুমনের শরীরে তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়।
রাঙ্গাবালী থানার তদন্ত ওসি গোলাম মোস্তফা জানান, গাঁজাসহ হোসেন হাওলাদার নামের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হবে।