মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি:
নৌকা কোন দলের প্রতীক নয়। নৌকা বাঙালী জাতির মুক্তি আর স্বাধীনতার প্রতীক। নৌকার মাধ্যমেই বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। তাই আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখি। ৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শহরের গণেশতলা মর্ডাণ মোড়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসাইন খান নিখিল এ কথা বলেন। জেলা যুবলীগের সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রাশেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাবেক এমপি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ, মোঃ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা সফেদ আশফাক আকন্দ তুহিন, মোঃ কাইফ ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সভা পরিচালনা করেন। প্রধান অতিথি মাইনুল হোসাইন খান নিখিল বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। নৌকার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা প্রতিষ্ঠায় যুবলীগ নিরলসভাবে কাজ করছে। তিনি ১৬ জানুয়ারী দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজকে জয়যুক্ত করার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান।