জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে কাজলা ফ্লাইওভারে বুক চিতিয়ে জাতীয় পতাকা উড়িয়ে দেশবাসীকে সাহস জোগানো সেই ছাত্রদল কর্মী মুত্তাকিন অবশেষে তার স্বপ্ন পূরণ করেছে।
গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর রণক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে পতাকাটি উড়িয়েছিলেন শনিবার (১৭ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সেটি দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন তিনি।
জুলাই বিপ্লবের সেই ঐতিহাসিক মুহূর্তে মুত্তাকিনের উড়ানো জাতীয় পতাকাটি দেশ ও বিদেশের কোটি মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছিল। ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর থেকেই মুত্তাকিনের প্রবল ইচ্ছা ছিল লড়াইয়ের সেই স্মৃতিবিজড়িত পতাকাটি তার অভিভাবক তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া। শনিবার দীর্ঘ প্রতীক্ষার পর সেই সুযোগ আসে এবং তিনি পরম শ্রদ্ধায় পতাকাটি উপহার হিসেবে হস্তান্তর করেন।
পতাকা হস্তান্তরের এই বিশেষ মুহূর্তে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
তারেক রহমান মুত্তাকিনের এই বীরত্বপূর্ণ কাজের প্রশংসা করেন এবং তাকে দেশপ্রেমের এক অনন্য প্রতীক হিসেবে অভিহিত করেন। এই পতাকাটি এখন কেবল একটি কাপড় নয় বরং ছাত্র-জনতার ত্যাগ ও সাহসিকতার এক জীবন্ত দলিল হিসেবে সংরক্ষিত থাকবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।