বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

দুমকিতে বিধবা নারীর জমি দখলের পায়তারা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উওর মুরাদিয়া মধ্যপাড়া গ্রামে স্বামীহারা বিধবা অসহায় বিনা রানী মিত্র কে স্বামীর সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মিথ্যে মামলা দিয়ে ভিটামাটি দখল করার পায়তারার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী অসহায় বিধবা বীনা রানী মিত্র প্রতিবেদককে বলেন, ২৬ বছর আগে আড়াই বছরের একটি ছেলে বাদল ও এক মেয়ে অনিমাকে রেখে স্বামী দুলাল মিত্র পরলোক গমন করেন। স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে দুঃখের সাগরে ভাসছেন আজও। অন্য দিকে মৃত স্বামীর রেখে যাওয়া ভিটামাটি দখলের উদ্দেশ্যে আমার স্বামী দুলাল মিত্রের ওয়ারিশ নেই দেখিয়ে আদালতে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে নীল কন্ঠ মিত্র, নির্মল মিত্র ও সুশীল মিত্র, এবং তাদের সহযোগিতা দিচ্ছে জুরান মাষ্টার ও তার দুই ছেলে বিকাশ ও শেখর।মামলা চালাতে গিয়ে নিঃশ্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন বীনা রানী। তিনি আরও বলেন, লাউকাঠী ইউনিয়নের ঢেউখালীতে আরেকটা বাড়ি রয়েছে সেখানে প্রায় ৮০ (আশি) হাজার টাকার গাছ কেটে বিক্রি করেছে নীল কন্ঠ ও তার ছেলে নির্মল। বাঁধা দিতে গেলে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও , জুরান মাষ্টারের দুই ছেলে বিকাশ মিত্র (বিআইডব্লিউটি) ও শেখর মিত্র (চট্রগ্রাম পোর্ট অফিসার), তাদের ক্ষমতা দেখিয়ে আমাদের ভিটামাটি ছাড়া করা ও জীবন নাশের হুমকি দিচ্ছে। এভাবে দীর্ঘ কয়েক বছর যাবৎ একের পরে এক শারীরিক ও মানষিক অত্যাচার চালিয়ে আমাদের সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছে ভূমিদস্যু নীল কন্ঠ, সুশীল ও নির্মল। এদের ভয়ে বাড়ি ছেড়ে বরিশাল মেয়ে অনিমার কাছে গিয়ে থাকতে হচ্ছে। এমন অবস্থায় কোথায় যাব কি করব কিভাবে বাচঁবো। এদের অত্যাচারের হাত থেকে বাচঁতে পথ খুজে পাচ্ছি না বলে মিডিয়ার সামনে কেঁদে ফেলেন অসহায় বীনা রানী।তিনি মিডিয়ার মাধ্যমে আইনের কাছে সুবিচার পাওয়ার সহযোগিতা কামনা করেন।
এবিষয়ে একই বাড়ির সুনীল মিত্র বলেন, ২০১৩ সালে নির্মল মিত্র জাল দলিল করে বীরেন রক্ষিত এর নামে মামলা দেয়।এবং ধানকাটা নিয়ে সুনীল মিত্র, মনোতোষ মিত্র ,সুমন মিত্র, বীরেন রক্ষিত, নীরাঞ্জন নাগ ও মনোরঞ্জন নাগ এদের ৬ জনকে আসামি করে একটি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে।এছাড়াও মৃত দুলাল মিত্রের সম্পত্তি আত্মসাৎ করতে ওয়ারিশ ছেলে বাদল থাকা সত্ত্বেও ওয়ারিশ নাই দেখিয়ে বীনা রানীর নামে মিথ্যে মামলা দিয়েছে সুশীল মিত্র, পিতাঃ রাধা চরন মিত্র ও নির্মল মিত্র, পিতাঃ নীল কন্ঠ মিত্র। এভাবে একাধিক মিথ্যে মামালায় মানুষকে হয়রানি করে জমি আত্মসাৎ করা এদের পেশা এরা এলাকার ভূমিদস্যু।

সুনীল মিত্রের ছেলে সুমন বলেন, আমরা নিরাপত্তাহীনতায় জীবন কাটাচ্ছি। বহিরাগত লোকজন এনে আমাকে মারার জন্য দেখিয়ে দেয়, আমি বাজারে ব্যাবসা করি রাতে একা বাড়িতে ফিরতে হয় আতংক নিয়ে। এথেকে রেহাই পেতে আইনের সহোযোগিতা কামনা করেন।

এবিষয়ে নির্মল মিত্রের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।আমার চাচা দুলাল মিত্রের পরলোক গমনে তার ছেলে বাদল মিত্র সকল সম্পত্তির ওয়ারিশ এবং বীনা রানী জীবন সত্বেও মালিক হয়ে সম্পত্তি ভোগ করতে পারবে।তবে বাদল মিত্র হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করায় ওয়ারিশ নয়। এখন এ সম্পত্তি কে পাবে সেটা আদালতের সিদ্ধান্ত বলে জানায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102