তানজিলা আক্তার রুবি, :
আগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে পৌরসভা নির্বাচনে নেত্রকোনার ২ পৌরসভার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তার হলরুমে মোহনগঞ্জ ও কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের এই প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ২য় ধাপের এই নির্বাচনে মোহনগঞ্জ ও কেন্দুয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। মোহনগঞ্জে ব্যালট ও কেন্দুয়ায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে।
কেন্দুয়ায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আসাদুল হক ভুইয়া নৌকা প্রতীক ও বিএনপি মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম ধানের শীষ প্রতীক বরাদ্ধ পেয়েছেন। সাধারন কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জনের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
মোহনগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপিসহ ৪ জন, সাধারন কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা ১৪ জন কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। কেন্দুয়ায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ২৫৬ জন এবং মোহনগঞ্জে ২১ হাজার ৪০৪ জন।