সজীব আহমেদ ঃ
বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আওয়ামী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহবুব ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ এমএ কাদের মিয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইয়ামিন ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল গাজী, সাধারণ সম্পাদক মোঃ সজীব আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল অপিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।