শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন, আসিফ-মনিরা দায়িত্বে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠ পর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, মনিটরিং ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে দলটির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠিত হলো।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে এই কমিটির চেয়ারম্যান ও সেক্রেটারি করা হয়েছে।

গত নভেম্বরের শুরুতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার কথা গণমাধ্যমে জানানো হয়। তখন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করা হয় এবং তাসনিম জারাকে সেক্রেটারি করা হয়েছিল। এর মধ্যে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেন।

এ ছাড়া, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পর গত ২৯ ডিসেম্বর এনসিপিতে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেদিনই তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে এই কমিটি পুনর্গঠনের জন্য বলা হয়।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হচ্ছেন: ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102