বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

“মানবতায় আমরা” এর উদ্যোগে শীতার্ত দের মাঝে মানব প্রেমী প্রবাসীদের অর্থায়নে কম্বল বিতরন – নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক:করোনা মহামারীর এ চরম মুহূর্তে মানুষ যেখানে দিনের পর দিন অনাহারে জীবন যাপন করছে তার মধ্যেই আবার শীতের আগমন। দেশের এ চরম মুহুর্তে শীতার্তদের পাশে দাড়িয়েছে বেশ কয়েকজন তরুন।

ঢাকার পার্শবর্তী নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের তরুন দের সহায়তায় এবং সে এলাকার প্রবাসীদের অর্থায়নে “মানবতায় আমরা” মানবিক সঙ্গঠনের ব্যানারে বছরের শুরুতে ৮০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। তিন বছর ধরে এই সঙ্গঠনটি মানবিক কাজ করে যাচ্ছে। করোনা মহামারীর সময়ে যখন সারা দেশে লগডাউন তখন অসহায় মানুষের ঘরে খাবার সামগ্রী পৌছে দেয় “মানবতায় আমরা “মানবিক সঙ্গঠনটি। এছাড়াও ঈদের সময় ঈদের অানন্দ ভাগাভাগি করে নিতে অসহায় মানুষের বাড়িতে নিয়মিত ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়।
সঙ্গঠনের সদস্যরা মনে করেন, মানব সেবা বড় কর্ম। তারা এ মানবিক কাজ শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা থেকেই করে থাকেন। “মানবতায় আমরা” সঙ্গঠনের মতো এমন হাজারো সঙ্গঠন রয়েছে, তারা প্রতিনিয়ত মানবতার কাজে নিজেদের নিয়োজিত করছেন।এমন সঙ্গঠন প্রটিতি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে হোক এমনটাই আশা করেন “মানবতায় আমরা ” এর সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102