ডিসেম্বর মাসের এমপিওভুক্ত শিক্ষকের বেতন ও ভাতা সরকারি অনুমোদন পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সরকারি ঘোষণা অনুযায়ী সাড়ে ৭ শতাংশ হার এবং ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এবার সরকারি আদেশ (জিও) অনুযায়ী, দেশের ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২২) কর্মরত মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন অনুমোদিত হয়েছে।
এর মধ্যে স্কুলের ৩ লাখ ১২২২ জন এবং কলেজের ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত। বেতনের মধ্যে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেতন ও ভাতার সরকারি অংশ (লট ১) মোট এক হাজার ৩৫ কোটি ২৩ লাখ ৪৭৪ টাকা ইএফটি মাধ্যমে প্রেরণের জন্য অনুমোদিত হয়েছে। জিও জারির আগে শিক্ষক-কর্মচারীদের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এবং অনুমোদনের পর সরকারি আদেশ জারি করা হলো।