মোঃআরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি ঃ “ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ বির্নিমাণে, সেবা ও সুযোগ প্রান্ত জনে” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ জানুয়ারী শনিবার জেলা প্রসাশন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবদ্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুর এর আয়োজনে ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ সেবা মন্ত্রনালয়ের সার্বিক পৃষ্ঠ পোষকতায় জাতীয় সমাজ সেবা দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
জেলা সমাজ সেবা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রসাশক মোঃ মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দছ, এডিসি (নিবার্হী) মোঃ শরিফুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার এসএইচএম মাকফুরুল হোসেন আব্বাসি। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের প্রবেসন অফিসার মুনির হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, জাতীয় সমাজ কল্যান পরিষদ ঢাকার নিবার্হী সদস্য মোঃ শফিকুল ইসলাম, শহর সমাজ সেবা সমন্বয় পরিষদ দিনাজপুর এর সভাপতি মোঃ বজলুল হক, শহর সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় উপকারভোগীর মধ্যে বক্তব্য রাখেন কিষান বাজারের যতীন চন্দ্র রায় ও এনজিওদের পক্ষে মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মোঃ ফজলুল হক। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেন, দেশের অসংখ্য প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের মূল স্রোতধারায় তাদের সম্পৃক্ত করতে হবে। সরকার তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধী সুরক্ষা আইন চালু করেছে। তা বাস্তবায়ন করতে জিও-এনজিও প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।