এ সময়ের আলোচিত উপস্থাপিকা তমা রশিদ। বছরের শুরুতে সুখবর দিয়েছেন তিনি। নাম লিখিয়েছেন সৌন্দর্য প্রতিযোগিতায়। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল-২০২৬ এর দ্বিতীয় আসরে।
তমা জানিয়েছেন, আসছে এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সৌন্দর্য ও ব্যক্তিত্বের লড়াইয়ে শামিল হবেন তিনি।
নিজের অনুভূতি জানিয়ে তমা দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার ছবি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র পাঠাচ্ছিলাম। অবশেষে তারা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমাকে বেছে নিয়েছে। খুবই খুশি লাগছে। বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় উপস্থাপন করব। সে জন্য নিজেকে প্রস্তুত করছি।’
তিনি আরও বলেন, ‘এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমি নারীর ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা তৈরি করতে চাই। বাংলাদেশের নারীরা প্রতিভাবান ও সক্ষম হলেও নানা সামাজিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় তাদের যোগ্যতা পুরোপুরি বিকশিত হওয়ার সুযোগ পায় না। এই প্ল্যাটফর্মে বাংলাদেশের নারীদের শক্তি, আত্মমর্যাদা ও স্বাধীন চিন্তার প্রতীক হিসেবে তুলে ধরার ইচ্ছা। বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও নারীর আত্মবিশ্বাসকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করতে পারব আশা করছি।’
ছক বেঁধে কাজ করছেন তমা, তাই তো নিয়মিত কাজে ছেদ পড়বে না বলে জানান তিনি।
নিজের লক্ষ্যের কথা জানিয়ে তমা বলেন, ‘সবাই ক্রাউন পেতে চায়। আমি বিজয়ী হই বা না হই, বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসব এ আশা রাখছি।’
উল্লেখ্য, তমা রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। করপোরেট ইভেন্ট, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত সঞ্চালনা করছেন তিনি।