আমেরিকান ডিজিটাল ব্যাংকিং সার্ভিস ‘প্রিয় পে’ নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটি দারুণ উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি মিনিটের ভিডিওর জন্য ৫ ডলার আয় করার সুযোগ দিচ্ছে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০০ টাকা)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠাটি।
এতে বলা হয়, নতুন ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিংবিষয়ক টিপস এবং ট্রিকস নিয়ে ৫ থেকে ১৫ মিনিটের ভিডিও তৈরি করে business@priyo.com এই মেইলে পাঠাতে পারবেন। ভিডিওটি প্রকাশিত হলেই প্রত্যেক মিনিটের জন্য ৫ ডলার করে দেবে ‘প্রিয় পে’।
অর্থাৎ, ৫ মিনিটের ভিডিও হলে ২৫ ডলার, ১৫ মিনিটের ভিডিও হলে ৭৫ ডলার। তবে ভিডিওটি অবশ্যই নতুন হতে হবে এবং পূর্বে অন্য কোনো প্ল্যাটফর্মে প্রকাশ কিংবা কপিরাইট হওয়া যাবে না।
প্রতিষ্ঠানটি ভিডিও তৈরির ক্ষেত্রে বেশকিছু বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে। নিচে সেগুলো তুলে ধরা হলো:
১. কোন অনলাইন মার্কেট প্লেসে আয় করা সহজ
২. ফ্রিল্যান্সিং শেখার সঠিক বিষয় ও দক্ষতা
৩. ফাইবারে অ্যাকাউন্ট খোলা ও কাজ পাওয়া
৪. ফাইবার গিগ এবং কাজের সহজে সুযোগ পাওয়া টিপস
৫. ভিডিওতে কোন ধরনের ভুল এড়ানো উচিত
প্রিয় পে’র এ উদ্যোগ নতুন ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল আয়ের সরাসরি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।