বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

সুইমিংপুলে সাদিয়া আয়মান, নেটদুনিয়ায় তোলপাড়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

চারপাশে যখন কনকনে শীতের দাপট তখন সেই শীতকে পাত্তাই দিলেন না জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এই তীব্র ঠান্ডার মাঝেই সুইমিংপুলে নেমে জলকেলিতে মেতে উঠে চমকে দিলেন ভক্তদের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিনেত্রীর এমন একাধিক ছবি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

ছবিগুলোতে দেখা যায়, কোনো এক সি-ভিউ হোটেলের সুইমিংপুলে সময় কাটাচ্ছেন সাদিয়া। পরনে গোলাপি টি-শার্ট, চোখে রোদচশমা নীল আকাশ আর স্বচ্ছ জলের পটভূমিতে তাকে দেখা গেছে বেশ প্রাণবন্ত ও নির্ভার ভঙ্গিতে। শীতের আমেজের সঙ্গে তার এই রিল্যাক্সড উপস্থিতি যেন একেবারেই ভিন্ন বার্তা দিচ্ছে।

তবে শুধু ছবি নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সাদিয়ার দেওয়া ক্যাপশনও। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!’

শীতের মধ্যে সুইমিংপুলে নামা দেখে মন্তব্য বক্সে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। কেউ তার রূপের প্রশংসা করে লিখেছেন, ‘তোমার সৌন্দর্যেই শীত হার মেনেছে!’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, এটা কি সত্যিই শীতের সময় তোলা ছবি?

অভিনয়ের পাশাপাশি ফটোশুট ও স্টাইল স্টেটমেন্ট দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন সাদিয়া আয়মান। এর আগে ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে তার রাজকীয় লুক দর্শকদের নজর কেড়েছিল। ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু করলেও এখন সিনেমা ও নাটক দুই মাধ্যমেই নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।

কাজের দিক থেকে সাম্প্রতিক সময়টা সাদিয়ার জন্য বেশ সফল। ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকে তার অভিনয় দর্শকমনে আলাদা ছাপ ফেলেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102