রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

দিনাজপুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন কর্মসূচী পালন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

মোঃআরমান হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ

বগুড়ায় সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলামসহ সারাদেশে গণমাধ্যম কর্মীর উপর হামলা এবং নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গণমাধ্যম কর্মীরা।

আজ শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত উক্ত মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি সরূপ বকসী বাচ্চু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সময় টিভি দিনাজপুরের স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, ৭১ টিভির প্রতিনিধি কংকন কর্মকার, ভোরের কাগজের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন, সময়ের আলোর স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক, নিউজ২৪ এর দিনাজপুর প্রতিনিধি ফকরুল ইসলাম পলাশসহ অন্যান সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দেশ টিভির প্রতিনিধি আবুল কাশেম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চুসহ স্থানীয় সকল সাংবাদিক, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিযেশন সাধারন সম্পাদক মনজিদ আলম শিমুল যুগ্মসাধারণ সম্পাদক আরমান হোসেন ও সুশীল সমাজের প্রতিনিধি।

এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময় সাংবাদিকরা বিভিন্ন ভাবে পুলিশ, প্রশাসন, রাজনৈতিক দলের সন্ত্রাস বাহিনীকর্তৃক হামলার শিকার হচ্ছেন। এইসব ঘটনার তীব্র নিন্দা ও সরকারকে বিশেষ দৃষ্টি দিয়ে যথাযথ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান। বক্তারা আরো বলেন, ঠিকাদার কর্তৃক সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসালাম উপর হামলার দ্রুত বিচার করতে হবে

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102