বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

দিনাজপুর লিয়ন স্মতি টি-২০ ক্রিকট টুর্নামটর উদ্বাধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

 

মো ঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি :

জাতীয় সংসদর হুইপ ইকবালুর রহিম এমপির পষ্ঠপাষকতায় দিনাজপুর লিয়ন স্মতি টি-২০ ক্রিকট টুর্নামট এর উদ্বাধন করা হয়ছ। ১ জানুয়ারী শুক্রবার ২০২১ দিনাজপুর গার এ শহীদ বড় ময়দান সকাল ১১ টায় সারওয়ার আশফাক আহমদ লিয়ন স্মতি পরিষদ এর আয়াজন টুর্নামটর উদ্বাধন করন প্রধান অতিথি দিনাজপুর জলা পুলিশ সুপার মাঃ আনায়ার হাসন বিপিএম, পিপিএম (বার)। উদ্বাধনী অনুষ্ঠান বক্তব্য রাখন দিনাজপুর চম্বার অব কমার্সর সভাপতি সুজাউর রব চধুরী, চাল কল মালিক সমিতির সভাপতি মাসাদ্দক হাসন, স্টশন ক্লাবর সাধারন সম্পাদক শামীম চধুরী, দিনাজপুর চম্বারর সিনিয়র সহ-সভাপতি পাপ্পু চধুরী, বিকএসপির পরিচালক রুশা, টুর্নামটর আহবায়ক সারওয়ার রুশদি পথিল, সদস্য সচিব ইমাম হাসন, সদস্য নজরুল ইসলাম জুয়ল, সুমন, ফয়সাল, স্বপীল প্রমুখ। উপস্াপনা করন আজাদুর রহমান বিপু।

টুর্নামটর উদ্বাধনী খলায় প্রতিদ্বদ্বীতা করন ঠাকুরগাও ক্রিকট একাডমী ও পাবনা ত্রিরত ক্লাব।

দিনাজপুর জলা পুলিশ সুপার মাঃ আনায়ার হাসন বিপিএম, পিপিএম (বার) বলন, মাদকমুক্ত সমাজ গড়ত খলাধুলার বিকল্প নই। যুব সমাজক মাদকর ভয়াল থাবা থক বাচাত এ ধরনর টুর্নামট বশি বশিপকরার আহবান জানিয় বলন, একজন মাদকসবী নষ্ট কর দিত পার একটি পরিবার ও সমাজক। তাই মাদক নয়, খলাধুলার প্রতি যুব সমাজক এগিয় নিয় আসত হব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102