মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার শিতার্তদের মাঝে মাক্স ও কম্বর বিতরণ করেছেন।
আজ ৩১শে ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার কালিশুরী ইউনিয়ন এর রাজাপুর গ্রামে অসহায় গরীব শিতার্তদের মাঝে মাক্স ও কম্বল বিতরণ করেন।
এসময় অসহায় মানুষ’রা কম্বল পেয়ে বলেন এই শিতের মধ্যে শিতবস্ত্র ও মাক্স পেয়ে আমরা আনন্দিত। আমরা মাননীয় উপজেলা চেয়ারম্যান কে ধ্যনবাদ জানাই এভাবে সারা জীবন অসহায় মানুষের পাশে থাকতে যেন পারেন।
এবিষয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার কাছে জানতে চাইলে তিনি বলেন, জনগন আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন সেই জনগনের পাশে দাড়িয়েছি। আমি আগেও অসহায় মানুষের পাশে ছিলাম আছি আগামীতেও আল্লাহ বাঁচিয়ে রাখলে পাশে থাকবো ইনশাআল্লাহ। এদিকে কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রাম ও কেশবপুর যে সকল গভীর নলকূপ বসাইছেন ঐ সকল সঠিক ভাবে বসাইছেন কিনা তাহা পরিদর্শন করেন।