বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

পুরুষ সহশিল্পীকে হেনস্তার অভিযোগ উইল স্মিথের বিরুদ্ধে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বছরের শুরুতেই হলিউড তারকা ও র‍্যাপার উইল স্মিথের বিরুদ্ধে এলো এক গুরুতর অভিযোগ! গত বছর এই অভিনেতার সঙ্গে ট্যুরে গিয়ে এক তিক্ত অভিজ্ঞতার শিকার হন তার সহশিল্পী তথা ভায়োলিন বাদক ব্রায়ান কিং জোসেফ। অভিযোগ, স্মিথ তাকে হেনস্তা করেন; প্রতিবাদ জানালে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেন।

এ ঘটনায় গত বুধবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে এই মামলাটি দায়ের করেন সেই ভুক্তভোগী শিল্পী। মামলায় উইল স্মিথ এবং তার কোম্পানি ‘ট্রেবল স্টুডিওস ম্যানেজমেন্ট’-কে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

জোসেফের দাবি, ২০২৫ সালের শুরুতে স্মিথের ‘বেজড অন আ ট্রু স্টোরি’ গ্লোবাল ট্যুর চলাকালীন স্মিথ তার প্রতি শিকারি সুলভ আচরণ প্রদর্শন করেন। এ ছাড়াও তাকে যৌন শোষণের উদ্দেশ্যে মানসিকভাবে চাপ দিতেন অভিনেতা।২০২৪ সালের নভেম্বর মাসে সান ডিয়েগোতে একটি শো-তে পারফর্ম করার জন্য প্রথমবার জোসেফকে নিয়োগ দেন উইল স্মিথ। পরে তাকে ২০২৫ সালের ওয়ার্ল্ড ট্যুর ও একটি নতুন অ্যালবামে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। মামলার বিবরণ অনুযায়ী, কাজের সূত্রে সম্পর্ক গভীর হলে স্মিথ তাকে উদ্দেশ্য করে বলতেন, ‘তোমার আর আমার মধ্যে এমন এক বিশেষ আধ্যাত্মিক সংযোগ রয়েছে, যা অন্য কারো সাথে আমার নেই।’

A lawsuit filed this week has put actor-rapper Will Smith in the legal spotlight.

২০২৫ সালের মার্চ মাসে লাস ভেগাস সফরের সময় ঘটে সবচেয়ে গুরুতর ঘটনাটি। জোসেফ জানান, রহস্যজনকভাবে তার হোটেল রুমের চাবি হারিয়ে যায়, যা কয়েক ঘণ্টা পর ম্যানেজমেন্ট তাকে ফেরত দেয়। ওই রাতে রুমে ফিরে তিনি দেখেন, তার অনুপস্থিতিতে কেউ সেখানে প্রবেশ করেছিল।সেখানে অন্য এক ব্যক্তির নামে থাকা এইচআইভি (HIV) প্রতিষেধক ওষুধ, টিস্যু এবং একটি চিরকুট পাওয়া যায়। হাতে লেখা সেই চিরকুটে লেখা ছিল, ‘ব্রায়ান, আমি সাড়ে পাঁচটার মধ্যেই ফিরছি, শুধু আমরা দুজন থাকব (সাথে একটি হার্ট চিহ্ন), স্টোন এফ।’ জোসেফ এটিকে যৌন হামলার আগাম সংকেত হিসেবে মনে করেন।

এদিকে, উইল স্মিথের আইনজীবী অ্যালেন বি. গ্রডস্কি এ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘জোসেফের আনা এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং হঠকারী। আমরা আইনিভাবে এই বিষয়ের মোকাবিলা করব এবং সত্য সামনে নিয়ে আসব।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102