মোঃ আরমান হোসেন, দিনাজপুর থেকেঃ মুজিব শতবর্ষ উপলক্ষে হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে পঞ্চম দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-২১।
এ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মুখর পরিবেশে নতুন উদ্দীপনায় শনিবার রাতে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর এক্স-ক্রিকেট প্লেয়ার আয়োজিত পঞ্চম দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অ্যাম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার মো. রফিক এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মো. মিজানুর রহমান পাটোয়ারী বাবু। এছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়, ডিএফএ’র সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সাবেক ক্রিকেটার মাহফুজুর রহমান, মীর মোস্তাফিজুর রহমান দুলাল, মোস্তাকিম ওয়াজেদ, রানা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রত্যেক দলের টিম ম্যানেজার মাতাসাগর ঠান্ডার্স এর এনাম উল্ল্যাহ জ্যামী, সুখসাগর ওয়ারিয়র্স এর ছবি কবিরুল হাই, রামসাগর রাইডার্স এর রেজানুর রহমান, আত্রাই কিংস এর শরিফুল ইসলাম সাগর, পুনর্ভবা টাইগার্স এর ফিরোজ আহমেদ সেতু ও আনন্দসাগর ব্লাস্ট এর সৈয়দ সাগির আহমেদ।
টি-২০ ফরমেটে প্রতিবারের মতো টুর্নামেন্টে ছয়টি দলে ৯০ জন সাবেক ক্রিকেটার বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। দলগুলো হলো-মাতাসাগর ঠান্ডার্স, সুখসাগর ওয়ারিয়র্স, রামসাগর রাইডার্স, আত্রাই কিংস, আনন্দ সাগর ব্লাস্ট ও পুনর্ভবা টাইগার্স।
প্রসঙ্গত, দিনাজপুরের সাবেক ক্রিকেটারদের মিলন মেলা এই মাস্টার্স কাপ। টুর্নামেন্টে যারা খেলছে অনেকেই জেলার বাইরে ঢাকাসহ অন্যান্য জেলা এমনকি দেশের বাইরে অবস্থান করায় হাতে সময় রেখে টুর্নার্মেন্টের প্রস্তুতি নেওয়া হয়। তবে টুর্নামেন্ট উদ্বোধনের সম্ভাব্য তারিখ আগামী ২০২১ সালের ২৬ জানুয়ারী নির্ধারণ করা হয়েছে বলে কতৃপক্ষ সুত্রে জানা গেছে।
এএসবিডি/আরএইচএস