বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার মতে, উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়েছে দুই বাংলাতেই, যা মানুষের মানসিক শান্তি থেকে শুরু করে শিল্প-সংস্কৃতির অঙ্গনকেও ঠিক রাখছে না।
আনন্দবাজার ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। এই পরিস্থিতির জন্য খুবই দুঃখিত। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। সবকিছুরই শেষ আছে—এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছেন, এর দাম সবাইকে দিতেই হবে।’এর আগে এক ভিডিও বার্তায় দেব বলেন, ‘মাঝেমধ্যে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীনের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুক। দুবেলার খাবার আর মাথার ওপর একটা ছাদ—এর জন্য কাউকে মারতে হয় না। যদি এখনই এমন হয়, ভবিষ্যতে আরও খারাপ সময় আসতে পারে। তাই আরও ভয় লাগে। ঈশ্বরের কাছে প্রার্থনা, আমরা সবাই যেন ভালো থাকি।’