সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা।

জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিচ্ছে ‘‘আলোকিত স্বপ্নের বাংলাদেশ’’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

দেশের সকল জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘আলোকিত স্বপ্নের বাংলাদেশ’ অনলাইন পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নেওয়া হচ্ছে।

আপনি যদি সাংবাদিকতায় অভিজ্ঞ হন, ভিডিও বা মাল্টিমিডিয়া প‍্যাকেজ তৈরির অভিজ্ঞতা থাকে, এবং লাইভে (সরাসরি) ক‍্যামেরার সামনে স্বতঃস্ফূর্তভাবে সংবাদ বা ঘটনার বর্ণনা ও নির্ভুল তথ‍্য সংগ্রহ করে মাল্টিমিডিয়া প‍্যাকেজ আকারে উপস্থাপন করতে পারেন, তাহলে নির্ধারিত উপজেলা বা অঞ্চলের ‘আলোকিত স্বপ্নের বিডি অনলাইন করেসপনডেন্ট’ পদে আবেদন করতে পারেন। প্রার্থীকে অবশ‍্যই নিজ নিজ এলাকায় অবস্থান করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪।

নিম্নোক্ত উপজেলা বা অঞ্চলের জন‍্য ‘আলেকিত স্বপ্নের বিডি  অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ করা হবে :

পদের নামঃ
সংবাদ প্রতিনিধি (সাংবাদিক)

কর্মস্থলঃ
সারা বাংলাদেশ (প্রতিটি জেলা, উপজেলা, থানা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে)

ঢাকা মহানগর ও জেলা (১১ জন)

১. উত্তরা ও বিমানবন্দর ২. মিরপুর, ভাষানটেক, কাফরুল, পল্লবী, দারুসসালাম, শাহ্আলী ও রূপনগর ৩. ধানমণ্ডি, মোহাম্মদপুর ও আদাবর ৪. মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগ ৫. গুলশান, বনানী, ভাটারা, বাড্ডা ও বসুন্ধরা ৬. খিলগাঁও, রামপুরা, শাহজাহানপুর, সবুজবাগ ও মুগদা ৭. যাত্রাবাড়ী, ওয়ারী, গেণ্ডারিয়া, শ্যামপুর ও সদরঘাট ৮. কোতোয়ালি, সূত্রাপুর, লালবাগ, বংশাল, চকবাজার ও কামরাঙ্গীরচর ৯. ধামরাই উপজেলা ১০. কেরানীগঞ্জ উপজেলা ১১. দোহার ও নবাবগঞ্জ উপজেলা

 

নরসিংদী জেলা (৩ জন)

১. সদর ও পলাশ উপজেলা  ২. বেলাবো ও মনোহরদী উপজেলা ৩. শিবপুর ও রায়পুরা উপজেলা

নারায়ণগঞ্জ জেলা (৩ জন)

১. সদর, সোনারগাঁ ও বন্দর উপজেলা, ২. আড়াইহাজার উপজেলা, ৩. রূপগঞ্জ উপজেলা

গাজীপুর জেলা (৪ জন)

১. সদর ও টঙ্গী উপজেলা, ২. কালিয়াকৈর উপজেলা ৩. কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা, ৪. শ্রীপুর উপজেলা

মানিকগঞ্জ জেলা (৩ জন)

১. সদর, সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা ২. দৌলতপুর ও শিবালয় উপজেলা, ৩. সাটুরিয়া ও ঘিওর উপজেলা

টাঙ্গাইল জেলা (৫ জন)

১. সদর, মির্জাপুর ও বাসাইল উপজেলা ২. কালিহাতি ও সখিপুর উপজেলা ৩. ঘাটাইল, ভূঞাপুর ও গোপালপুর উপজেলা ৪. নাগরপুর ও দেলদুয়ার উপজেলা ৫. ধনবাড়ী ও মধুপুর উপজেলা

মুন্সীগঞ্জ জেলা (৩ জেলা)

১. সদর ও টংগিবাড়ী উপজেলা ২. শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলা ৩. গজারিয়া উপজেলা

রাজবাড়ী জেলা (২ জন)

১. সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা, ২. পাংশা ও কালুখালী উপজেলা

গোপালগঞ্জ জেলা (২ জন)

১. সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা ২. মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা

শরীয়তপুর জেলা (৩ জন)

১. সদর, ভেদরগঞ্জ ও সখিপুর উপজেলা ২. নড়িয়া ও জাজিরা উপজেলা ৩. গোসাইরহাট ও ডামুড্যা উপজেলা

মাদারীপুর জেলা (৩ জন)

১. সদর ও রাজৈর উপজেলা ২. কালকিনি ও ডাসার উপজেলা, ৩. শিবচর উপজেলা

ফরিদপুর জেলা (৩ জন)

১. সদর, চর ভদ্রাসন ও মধুখালী উপজেলা ২. বোয়ালমারী, আলফাডাঙা ও সালথা উপজেলা ৩. ভাঙ্গা, নগরকান্দা ও সদরপুর উপজেলা

কিশোরগঞ্জ জেলা (৫ জন)

১. সদর ও হোসেনপুর উপজেলা ২. করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা ৩. অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা ৪. কুলিয়ারচর ও ভৈরব উপজেলা ৫. বাজিতপুর, কটিয়াদি, নিকলী ও পাকুন্দিয়া উপজেলা

চট্টগ্রাম মহানগর ও জেলা (৯ জন)

১. নিউমার্কেট, খাতুনগঞ্জ, চকবাজার ও পাহাড়তলী ২. জিইসি, আগ্রাবাদ, বন্দর, পতেঙ্গা, হালিশহর ও ইপিজেড ৩. আনোয়ারা ও কর্ণফুলী ৪. চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী উপজেলা ৫. রাঙ্গুনিয়া উপজেলা ৬. সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা ৭. সন্দ্বীপ উপজেলা ৮. মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলা ৯. হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলা

কক্সবাজার জেলা (৫ জন)

১. সদর, রামু ও ঈদগাঁও উপজেলা ২. উখিয়া উপজেলা ৩. টেকনাফ উপজেলা ৪. পেকুয়া ও চকরিয়া উপজেলা ৫. মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা

বান্দরবান জেলা (৪ জন)

১. সদর ও রোয়াংছড়ি উপজেলা ২. থানচি ও রুমা উপজেলা ৩. আলিকদম ও লামা উপজেলা, ৪. নাইক্ষ্যংছড়ি উপজেলা

খাগড়াছড়ি জেলা (৩ জন)

১. সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলা ২. মহালছড়ি, মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা ৩. মানিকছড়ি, রামগড় ও লক্ষ্ণীছড়ি উপজেলা

রাঙামাটি জেলা (৩ জন)

১. সদর, কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা ২. বাঘাইছড়ি, বরকল, লংগদু ও জুরাছড়ি উপজেলা ৩. কাউখালী ও নানিয়ারচর উপজেলা

নোয়াখালী জেলা (৪ জন)

১. সদর ও বেগমগঞ্জ উপজেলা ২. কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচর উপজেলা ৩. চাটখিল, সেনবাগ  ও সোনাইমুড়ি উপজেলা ৪. হাতিয়া উপজেলা ও নিঝুম দ্বীপ

লক্ষ্মীপুর জেলা (২ জন)

১. সদর, রামগঞ্জ ও রায়পুর উপজেলা, ২. কমলনগর ও  রামগতি উপজেলা

ফেনী জেলা (৩ জন)

১. সদর ও ছাগলনাইয়া উপজেলা ২. দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা ৩. পরশুরাম ও ফুলগাজী উপজেলা

কুমিল্লা জেলা (৮ জন)

১. সদর ও সদর দক্ষিণ উপজেলা ২. চান্দিনা ও বুড়িচং উপজেলা ৩. লালমাই, বরুড়া ও লাঙ্গলকোট উপজেলা, ৪. লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা, ৫. দাউদকান্দি উপজেলা ও মেঘনা উপজেলা ৬. হোমনা উপজেলা ও তিতাস উপজেলা, ৭. মুরাদনগর, দেবীদ্বার ও ব্রাহ্মণপাড়া উপজেলা ৮. চৌদ্দগ্রাম উপজেলা

চাঁদপুর জেলা (৩ জন)

১. সদর, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা ২. হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলা ৩. মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা (৪ জন)

১. সদর, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলা ২. আখাউড়া ও কসবা উপজেলা, ৩. নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা, ৪. নাসিরনগর ও সরাইল উপজেলা

 

রাজশাহী জেলা (৫ জন)

১. সদর, গোদাগাড়ী ও পবা উপজেলা ২. চারঘাট ও বাঘা উপজেলা ৩. বাগমারা উপজেলা ৪. দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা ৫. তানোর ও মোহনপুর উপজেলা

নাটোর জেলা (৩ জন)

১. সদর ও নলডাঙ্গা উপজেলা ২. বাগাতিপাড়া ও লালপুর উপজেলা ৩. বরাইগ্রাম, গুরুদাসপুর ও  সিংড়া উপজেলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা (৩ জন)

১. সদর, শিবগঞ্জ উপজেলা ও সোনামসজিদ স্থলবন্দর ২. গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা ৩. নাচোল উপজেলা

জয়পুরহাট জেলা (২ জন)

১. সদর ও পাঁচবিবি উপজেলা ২. কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা

নওগাঁ জেলা (৫ জন)

১. সদর, আত্রাই ও রাণীনগর উপজেলা ২. পত্নীতলা ও ধামইরহাট উপজেলা ৩. পোরশা ও সাপাহার উপজেলা ৪. বদলগাছী ও মহাদেবপুর উপজেলা ৫. মান্দা ও নিয়ামতপুর উপজেলা

বগুড়া জেলা (৬ জন)

১. সদর ও গাবতলী উপজেলা ২. কাহালু ও শাজাহানপুর উপজেলা ৩. দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা ৪. সারিয়াকান্দি ও ধুনট উপজেলা ৫. শেরপুর ও নন্দীগ্রাম উপজেলা ৬. শিবগঞ্জ ও সোনাতলা উপজেলা

পাবনা জেলা (৪ জন)

১. সদর, সুজানগর, আটঘরিয়া উপজেলা ও আতাইকুলা ২. ঈশ্বরদী উপজেলা ৩. চাটমোহর ও ভাঙ্গুরা উপজেলা ৪. বেড়া, সাঁথিয়া ও ফরিদপুর উপজেলা

সিরাজগঞ্জ জেলা (৫ জন)

১. সদর ও  কামারখন্দ উপজেলা ২. শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলা ৩. তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা ৪. বেলকুচি ও চৌহালি উপজেলা ৫. কাজীপুর উপজেলা

 

খুলনা জেলা (৫ জন)

১. সদর ও রূপসা উপজেলা ২. ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলা ৩. পাইকগাছা ও দাকোপ উপজেলা ৪. ফুলতলা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা ৫. কয়রা, সুন্দরবন ও উপকূল

কুষ্টিয়া জেলা (৩ জন)

১. সদর ও ভেড়ামারা উপজেলা ২. কুমারখালী ও খোকসা উপজেলা ৩. দৌলতপুর ও  মিরপুর উপজেলা

চুয়াডাঙ্গা জেলা (২ জন)

১. সদর ও আলমডাঙ্গা উপজেলা ২. জীবননগর, দামুড়হুদা উপজেলা ও দর্শনা স্থলবন্দর

ঝিনাইদহ জেলা (৩ জন)

১. সদর, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা ২. মহেশপুর উপজেলা ৩. শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলা

নড়াইল জেলা (২ জন)

১. সদর ও লোহাগড়া উপজেলা ২. কালিয়া উপজেলা

বাগেরহাট জেলা (৫ জন)

১. সদর ও ফকিরহাট উপজেলা ২. চিতলমারী ও মোল্লাহাট উপজেলা ৩. মোংলা ও রামপাল উপজেলা ৪. মোড়েলগঞ্জ ও কচুয়া উপজেলা ৫. শরণখোলা উপজেলা

মাগুরা জেলা (২ জন)

১. সদর ও শ্রীপুর উপজেলা ২. মোহাম্মদপুর ও শালিখা উপজেলা

মেহেরপুর জেলা (২ জন)

১. সদর ও গাংনী উপজেলা ২. মুজিবনগর উপজেলা

যশোর জেলা (৪ জন)

১. সদর, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা ২. শার্শা উপজেলা ও বেনাপোল স্থলবন্দর ৩. অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা ৪. মনিরামপুর ও কেশবপুর উপজেলা

সাতক্ষীরা জেলা (৩ জন)

১. সদর, কলারোয়া, তালা উপজেলা ও ভোমরা স্থলবন্দর ২. শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা ৩. আশাশুনি উপজেলা

 

বরিশাল জেলা (৫ জন)

১. সদর, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ উপজেলা, বিমানবন্দর ও নদীবন্দর ২. আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা ৩. বাকেরগঞ্জ উপজেলা ৪. হিজলা ও মুলাদী উপজেলা ৫. উজিরপুর ও বানারীপাড়া উপজেলা

বরগুনা জেলা (৩ জন)

১. সদর ও আমতলী উপজেলা ২. পাথরঘাটা ও তালতলী উপজেলা ৩. বেতাগী ও বামনা উপজেলা

ভোলা জেলা (৪ জন)

১. সদর ও দৌলতখান উপজেলা ২. তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলা ৩. লালমোহন ও চরফ্যাশন উপজেলা ৪. মনপুরা উপজেলা

ঝালকাঠি জেলা (২ জন)

১. সদর ও নলছিটি উপজেলা ২. কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা

পটুয়াখালী জেলা (৪ জন)

১. সদর ও মির্জাগঞ্জ উপজেলা ২. বাউফল ও দুমকি উপজেলা ৩. কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা ৪. দশমিনা, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা

পিরোজপুর জেলা (৩ জন)

১. সদর, কাউখালী ও জিয়ানগর উপজেলা ২. নাজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা ৩. ভাণ্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলা

 

সিলেট মহানগর ও জেলা (৬ জন)

১. সদর, বিমানবন্দর ও দক্ষিণ সুরমা ২. জৈন্তাপুর উপজেলা ও তামাবিল স্থলবন্দর ৩. কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা ৪. বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলা ৫. বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা  ৬. গোয়াইনঘাট,  ওসমানীনগর ও কোম্পানীগঞ্জ উপজেলা

মৌলভীবাজার জেলা (৩ জন)

১. সদর ও রাজনগর উপজেলা ২. শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা ৩. বড়লেখা, কুলাউড়া ও জুড়ী উপজেলা

হবিগঞ্জ জেলা (৩ জন)

১. সদর, বাহুবল ও লাখাই উপজেলা ২. আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলা ৩. শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট উপজেলা

সুনামগঞ্জ জেলা (৫ জন)

১. সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা ২. জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা ৩. দিরাই ও শাল্লা উপজেলা ৪. ছাতক ও দোয়ারাবাজার উপজেলা ৫. ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলা

রংপুর জেলা (৫ জন)

১. সদর ও তারাগঞ্জ উপজেলা ২. বদরগঞ্জ উপজেলা ৩. গংগাচড়া উপজেলা ৪. কাউনিয়া ও পীরগাছা উপজেলা ৫. পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলা

দিনাজপুর জেলা (৬ জন)

১. সদর, কাহারোল ও চিরিরবন্দর উপজেলা ২. বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা ৩. বীরগঞ্জ ও খানসামা উপজেলা ৪. ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা ৫. ঘোড়াঘাট, হাকিমপুর উপজেলা ও হিলি স্থলবন্দর ৬. বিরল ও বোচাগঞ্জ উপজেলা

গাইবান্ধা জেলা (৪ জন)

১. সদর ও পলাশবাড়ী উপজেলা ২. গোবিন্দগঞ্জ উপজেলা ৩. সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা ৪. সাঘাটা ও ফুলছড়ি উপজেলা

কুড়িগ্রাম জেলা (৫ জন)

১. সদর ও রাজারহাট উপজেলা ২. চিলমারী ও উলিপুর উপজেলা ৩. নাগেশ্বরী উপজেলা ৪. ভুরুঙ্গামারী উপজেলা ৫. চর রাজিবপুর ও রৌমারী উপজেলা

নীলফামারী জেলা (৩ জন)

১. সদর ও সৈয়দপুর উপজেলা ২. ডোমার ও ডিমলা উপজেলা ৩. জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা

পঞ্চগড় জেলা (৩ জন)

১. সদর, আটোয়ারী ও বোদা উপজেলা ২. দেবীগঞ্জ উপজেলা ৩. তেঁতুলিয়া উপজেলা

ঠাকুরগাঁও জেলা (৩ জন)

১. সদর ও বালিয়াডাঙ্গী উপজেলা ২. হরিপুর উপজেলা ৩. পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা

লালমনিরহাট জেলা (৩ জন)

১. সদর ও আদিতমারী উপজেলা, ২. কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলা ৩. পাটগ্রাম উপজেলা

 

ময়মনসিংহ জেলা (৮ জন)

১. সদর ও মুক্তাগাছা উপজেলা ২. ফুলপুর উপজেলা ৩. তারাকান্দা উপজেলা ৪. ভালুকা উপজেলা ৫. ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলা ৬. গফরগাঁও উপজেলা ৭. হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা ৮. গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলা

শেরপুর জেলা (২ জন)

১. সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলা ২. ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলা

জামালপুর জেলা (৩ জন)

১. সদর ও মেলান্দহ উপজেলা ২. বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা ৩. মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা

নেত্রকোনা জেলা (৫ জন)

১. সদর ও পূর্বধলা উপজেলা ২. আটপাড়া, বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলা ৩. দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা ৪. খালিয়াজুড়ি উপজেলা ৫. কেন্দুয়া ও মদন উপজেলা

 

আপনি যদি উপরে উল্লেখিত উপজেলা, থানা বা অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার এলাকার সংবাদ সারা বিশ্বকে জানাতে চান, তাহলে আবেদন করুন এখনই।

আলোকিত স্বপ্নের বাংলাদেশ’ অনলাইন পোর্টাল ইতি মধ্যে পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘আলোকিত স্বপ্নের বাংলাদেশ’ পোর্টালের নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ।

যোগ্যতাঃ
আবেদনকারীকে যেকোনো বিষয় থেকে সর্বনিন্ম স্নাতক  পাস হতে হবে।তবে অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।

সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ

১. ছবিসহ আপনার নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি/জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন, পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে। অথবা ডাকযোগে।

২. সিভি এর সাথে Attachment হিসাবে আপনার সদ্য তোলা ছবি, ন্যাশনাল আইডি কার্ড (স্মার্ট আইডি কার্ড), সার্টিফিকেট/মার্কসিট এবং অবশ্যই যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন

৩. পরিশ্রমী, মেধাবী, আগ্রহী এবং অভিজ্ঞ/নতুন এবং নারী-পুরুষ উভয়কেই অগ্রাধিকার দেয়া হবে।

৪. নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।

৫. প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৬০% মাসিক বেতন আকারে দেয়া হবে। এছাড়া বেতনের বিষয়ে বিস্তারিত আলোচনা সাপেক্ষে কথা বলা হবে।

৬. নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।

৭. অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।

৮. নিউজের ছবি অথবা নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।

৯. চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।

১০. প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।

১১. একাধিক অনলাইন পোর্টালে কাজ করা যাবেনা।

১২. আবেদন করার পর যাচাই-বাচাই করে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করা হবে।

নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন: https://www.facebook.com/alokitoswapnerbangladesh//

অফিস:
৩০৫,৪র্থ তলা,গ্রান্ড প্লাজা, ওয়্যারলেস,মগবাজার ঢাকা-১২১৭।
মোবাইল: ০১৮৪২৯৪৯৯০৭
Send CV :news949907@gmail.com

alokitoswapnerbangladesh@gmail.com

Website: http://alokitoswapner-bd.com/
Facebook Page: https://www.facebook.com/alokitoswapnerbangladesh//

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102