পুনম শাহরীয়ার ঋতু ,নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুর্বমৌচাক এলাকায় শুত্রুবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বাড়ীর ২৫ কক্ষ পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, ওই এলাকার আইয়ুব আলীর বাড়ীর একটি কক্ষ থেকে বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় আতংক ছড়িয় পড়ে। খবর পেয়ে এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। ভয়াবহ আগুন পাশের বাড়ী মিটু শেখ ও গফুর শেখের বাড়িতে ছড়িয় পড়ে। এতে করে তিনটি বাড়ীর ২৫টি কক্ষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক আইয়ুব আলী, মিটু শেখ ও গফুর শেখ জানান, এই ভয়াবহ অগিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কালিয়াকর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, প্রায় এক ঘটা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিধার্রণ করা সম্ভব হয়নি।