মোঃ মোস্তফা কামাল খাঁন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাধীন চরমোন্তাজ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে তরমুজ ক্ষেত কেন্দ্র করে মারামারি হয়েছে।
২৫ ডিসেম্বর রোজ শুক্রবার বিকেল আনুমানিক ৫ ঘটিকায় ঘটনাটি ঘটে। চরমোন্তাজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আতাহার আলি হাওলাদার এর ছেলে মোঃ শহিদুল ইসলামের ১০০একর জমির তরমুজ চারা নস্ট করে পার্শ্ববর্তী বাড়ির মোঃ হাসেম ফকির এর ছেলে জলিল ও খলিল । গরু,মহিষ ঢুকিয়ে পরিকল্পিত ভাবে তরমুজ চারা নষ্ট করে ফেললে শহিদুল ইসলাম গরু মহিষ বেড় করতে বলে কিন্তু তিনি গরু মহিষ বেড় না করে বাকবিতন্ড শুরু করে, একপর্যায়ে হাতাহাতি শুরু করলে শহিদুল ইসলামের বড় ভাই জাহাঙ্গীর হোসাইন সবাই কে ঝামেলা করতে নিষেধ করে এবং সবাই কে নিয়ে বাড়ি চলে আসে।
পরবর্তীতে হাসেম ফকির এর ছেলে জলিল ও খলিল সহ বাড়ি থেকে আরো লোকজন নিয়ে তরমুজ ক্ষেত মালিক শহিদুল ইসলামের বাড়িতে হামলা করে এবং বাড়িতে লুটপাট করে ও তরমুজ ক্ষেত মালিক শহিদুল ইসলামের ভাতিজা মেডিকেল ছাত্র রায়হান মাহমুদ কে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুত আহত হয়, প্রাথমিক চিকিৎসা শেষে রায়হানকে গলাচিপা উপজেলা সাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়।
চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের এস আই বেলাল হোসেন বলেন, এ বিষয়ে আমি কোন সুনির্দিষ্ট অভিযোগ পাইনি, অভিযোগ পেলে নিশ্চই, ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।