পুনম শাহরীয়ার ঋতু: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার একদল তরুণ স্বপ্ন বাজ মেধাবী ছাত্রদের উদ্যোগে, শীতের তীব্রতা কমানোর জন্য সামান্য প্রচেষ্টায় ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে “আলো ফাউন্ডেশন “। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাতুল ফেরদৌস স্যার, জনাব তাহমিনা সুলতানা ( সহকারী কমিশনার ভূমি), উপজেলা কৃষি অফিসার রকিব রানা
এবং আমাদের আলো ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা মাসুদ রানা খান সহ গণ্য মান্য ব্যাক্তিবর্গ।এসমস্ত কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে আলো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান, ইয়াসিন হোসাইন সাগর,সাদ্দাম হোসেন,কাদির হাসান কাজল,শরীফুল ইসলাম, আলমগীর হোসেন,আশরাফুল আলম,মাহমুদুল হাসান পাবেল,সুমন মিয়া,ফজলে রাব্বি মেজবা, রাকিব হাসান, নাইম হাসান, স্বপন,সাজু,মনিরুল,মাহবুবুর রহমান, আতিক(১),জহিরুল, হুমায়ুন, রিফাত, আসিফ,আতিক (২)।
উল্লেখ্য যে, “আলো ফাউন্ডেশন” ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই স্বেচ্ছায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে আসছে। তারই ধারা বাহিকতায় বিনা মূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অব্যাহত রেখেছে। বিভিন্ন সময় রাস্তা মেরামত এবং প্রতি বছর প্রতিযোগিতা মূলক পরিক্ষার মাধ্যমে দরিদ্র মেধামী শিক্ষার্থীদের এক কালীন বৃত্তি প্রদান করা হয়। করোনা মহামারী প্রকোপ কমাতে সচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে জনসমাগম এলাকায় জীবাণু নাশক ছিটানো,জনসাধারণকে মাক্স ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করা হচ্ছে। মহামারীতে লকডাউনের সময় কর্মহীন ও দুস্থ্য ৬২ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে তারাকান্দা উপজেলায় প্রথম ২৫ অক্টোবর ২০২০ সালে একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়। আলো ফাউন্ডেশনের কার্যক্রম গুলোর মধ্যে অন্যতম “সাপ্তাহিক খাদ্য কর্মসূচি ” এর আওতায় প্রতি সাপ্তাহে একটি পরিবারকে ৫০০ টাকার খাদ্য সামগ্রী দিয়ে থাকে।এসকল কাজের অর্থের যোগান আসে মূলত “আলো ফাউন্ডেশন” এর সদস্য চাঁদা, উপদেষ্টা মন্ডলীদের চাঁদা ও সচেতন ব্যক্তিদের অনুদানের মাধ্যমে।