মোঃনুরুজ্জামান মৃধা , বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতামূলক পথসভা। ঐসভায় উপস্থিত ছিলেন না, আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল আলম হাওলাদার ও সাধারন সম্পাদক আলহাজ্ব শামসুল হক ফকির, তবে আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ কমল ইন্দ্র এবংসাংগঠনিক সম্পাদক মোঃ শফিক সিকদার সহ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব হাওলাদার। তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজারে পথ সভার মাধ্যমে জনগণকে বাধ্যতামূলক ভাবে মুখে মাস্ক ব্যবহার ও সরকারের নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাফেরা করাসহ বিভিন্ন হাটবাজার ও যে কোন প্রতিষ্ঠানে মুখে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করেন।
করোনাভাইরাসে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। এই শীত মৌসুমে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে মানুষ বেশী সংক্রমিত হচ্ছে। সচেতন হলেই সকলে সুস্থ্য থাকবে।