হারুনুর রশিদ(হারুন) প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে ব্যাক্তিগত উদ্যোগে ২হাজার ৪শ’ জন অসহায় ও দরিদ্র শীতার্থ মানুষের মাধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জাবারীপুরহাট বাজারে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপুর নিজস্ব তহবিল থেকে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মথুরাপুর ইউপি পরিষদের মেম্বার হাবিব হোসেন, রোস্তম, সাবেক মেম্বার লিটন হোসেন, শিবলী চৌধুরী, নূর নবী দেওয়ান, আব্দুল মান্নান, আলতাব হোসেন ও শফিকুল বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।